spot_img

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোল রুম স্থাপন ডিএনসিসি’র

অবশ্যই পরুন

আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় সৃষ্ট জলবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৯ মে) ডিএনসিসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির কোনও এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নাম্বার ১৬১০৬ অথবা কন্ট্রোল রুমের মোবাইল নাম্বারে 01733982486 ফোন করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হলো।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তরের কোনও অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সাথে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব প্রস্তুতি থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ