spot_img

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় বিষয়টি জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আজ থেকেই শুরু হবে দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া। বিভাগটিতে বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হয়ে আসায় এ সিদ্ধান্ত টেসলা ও স্পেসএক্স প্রধানের।

জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে ১৩০ দিনের জন্য যুক্ত হন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের হয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে এক ট্রিলিয়ন ডলার কাঁটছাঁট করার প্রতিশ্রুতি দেন তিনি। যদিও বিভাগটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭৫ বিলিয়ন ডলার খরচ বাঁচাতে পেরেছেন ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী।

এক্স পোস্টে সরকারি দফতরের দায়িত্ব দেয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন, আমি বিশ্বাস করি, ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে।

সর্বশেষ সংবাদ

ডিএমপির ৫ পুলিশ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ