spot_img

সমালোচনার মুখে বরখাস্ত হচ্ছেন মেসিদের কোচ!

অবশ্যই পরুন

গত মৌসুমে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট আদায় করে নিয়েছিল লিওনেল মেসিরা। তবুও এমএলএসের শিরোপা জিততে পারেনি মায়ামি। অবশ্য সাপোর্টার্স শিল্ড জিতে যুক্তরাষ্ট্রে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে  স্বাগতিক হিসেবে জায়গা করে নেয় ফ্লোরিডার ক্লাবটি।

মৌসুম শেষে হঠাৎই ইন্টার মায়ামির দায়িত্ব ছেড়ে দেন জেরার্দো টাটা মার্টিনো। পরে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচিং ছেড়ে মায়ামির ডাগআউটে যোগ দেন বার্সেলোনা ও জাতীয় দলে মেসিদের সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাশ্চেরানো। কিন্তু তার অধীনে মেসির আগমনের পর দলটি এই মুহূর্তে সবচেয়ে বাজে সময় পার করছে।

চলতি মৌসুমে মায়ামির হয়ে নিজের পরিকল্পনাটা ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না মাশ্চেরানো। মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবারা ব্যর্থ হচ্ছে ফলাফল পক্ষে রাখতে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে কেবল দুটিতে জিতেছে মায়ামি। এমএলএসে গতবার পয়েন্ট টেবিলে রেকর্ডগড়া দলটি এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে সাত নম্বরে অবস্থান করছে।

যা সমালোচনার তিরে বিদ্ধ করছে মায়ামির কোচ মাশ্চেরানোকে। আর্জেন্টিনার সাবেক এই তারকা ডিফেন্ডারের ওপর তোপ দেগেছেন ইন্টার মায়ামির সমর্থকরা। সবমিলিয়ে যা মাশ্চেরানোর অবস্থান নড়বড়ে করে দিয়েছে! তার অধীনে মায়ামি জুন-জুলাইতে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মায়ামি খেলবে কি না, সেটি নিয়েও তৈরি রয়েছে শঙ্কা।

‘গোল ডটকম’ জানিয়েছে, ইতোমধ্যে নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় নেমেছে ইন্টার মায়ামি। এক্ষেত্রে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি সম্ভাব্য নাম হিসেবে ক্লাব আমেরিকার ম্যানেজার আন্দ্রে জার্দিনের কথা ভাবছে। মেক্সিকান ক্লাবকে তিনটি লিগা এমএক্স টাইটেল জিতিয়েছেন এই কোচ। এ ছাড়া ইন্টার মায়ামির চিফ সকার অফিসার আলবার্তো মারেরো’র সঙ্গেও ভালো সম্পর্ক জার্দিনের।

এদিকে মাশ্চেরানো নিজেও দলের এই বাজে অবস্থার দায় নিজের কাঁধে নিয়েছেন, ‘আমাদের স্বাধীনভাবে খেলা প্রয়োজন। এটি শুধু সেই সময়ে নয় যখন আমরা দুই গোলে পিছিয়ে পড়ি। একেবারের শুরুর মিনিট থেকেই যেন তারা এই মনোভাব নিয়ে খেলে সেই বার্তা তাদের দেওয়া হয়েছে। এখানে আমিই দায়ী, তোমরা কেবল ফুটবল খেলো, অন্য কিছুর আতঙ্কে থাকতে হবে না।’

৪০ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘দিনশেষে এটি একটি খেলা। আমাদের সেটি নিয়মমতোই খেলতে হবে। যদি আমরা নিজেদের নিজস্ব ধারায় খেলা থেকে বিরত রাখি, তাহলে খেলাটা কঠিন হয়ে যাবে। সে কারণে সবার মাঝে সেই স্বস্তিদায়ক বার্তাটা দেওয়ার চেষ্টা করি।’

তবে মাশ্চেরানোকে ঘিরে করা সমালোচনার দেখে অবশ্য মানতে পারেননি মায়ামির ডিফেন্ডার নোয়াহ অ্যালেন। কোচের যত পরিকল্পনা ও কৌশল থাকুক না কেন, মাঠে তার বাস্তবায়ন করতে না পারলে খেলোয়াড়দেরই দায় নেওয়া উচিৎ বলে দাবি এই ফুটবলারের।

তার ভাষ্যে, ‘আমার মতে (মাশ্চেরানোর) সমালোচনা যৌক্তিক নয়। আমি দেখি সবাই আগে কোচের দিকে তাকায় বা তাকে দায় দেয়। ফলাফল পক্ষে না এলে এমনটা হয় আমি বুঝি, তবে দায়টা আগে খেলোয়াড়দেরই নিতে হবে। তিনি মাঠে থাকেন না, আমরাই খেলি। ফলে দায়িত্বটা আমাদের নিতে হবে, এখন আমরা কঠিন সময় পার করছি। এই বছর সম্ভবত আমরাই (ভ্যাঙ্কুভারের সঙ্গে) সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। ফলে সেই চাপ আমাদের খেলায়ও পড়েছে। বিশ্বজুড়ে এমনটা হয়ে থাকে। তিনি আমাদের সহায়তা করছেন, নিজের সর্বোচ্চটা দিয়ে নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।’

সর্বশেষ সংবাদ

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ