spot_img

এনসিপির স‌ঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার

অবশ্যই পরুন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন। মাস খানেকের ব্যবধানে এই দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হলো।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেন। হাইকমিশন জানায়, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই আলোচনাও সে লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ এপ্রিল এনসিপি নেতাদের সঙ্গে প্রথম দফার বৈঠক করেছিলেন সারাহ কুক।

সর্বশেষ সংবাদ

গাজায় সৈন্য পাঠানোর মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ