spot_img

এনসিপির স‌ঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার

অবশ্যই পরুন

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন। মাস খানেকের ব্যবধানে এই দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হলো।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নেন। হাইকমিশন জানায়, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই আলোচনাও সে লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ এপ্রিল এনসিপি নেতাদের সঙ্গে প্রথম দফার বৈঠক করেছিলেন সারাহ কুক।

সর্বশেষ সংবাদ

স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা: দুদু

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ