গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ মে) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
সংবাদ সংস্থাটির দাবি, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) মার্কিন অস্ত্রের চালান নিয়ে ৮শ’ তম ফ্লাইট পৌঁছেছে ইসরায়েলে। এছাড়া, জাহাজে পাঠানো হয়েছে আরও ১৪০টি চালান।
এই সরবরাহের মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী। ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা ৯০ হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরায়েলেকে অস্ত্রসহ নানাভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।
অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতি আহ্বান উপেক্ষা করে গাজায় ধ্বংসাত্মক অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের এই সামরিক অভিযান বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের সম্মুখীন হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানালেও, ইসরায়েল তা উপেক্ষা করে চলেছে।
এই পরিস্থিতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র সরবরাহ ইসরায়েলি বাহিনীর অপারেশনকে আরও শক্তিশালী করছে, যা সংঘাতের ইন্ধন জোগাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।