spot_img

আল্লাহ এটিএম আজহারকে বাঁচিয়ে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন: জামায়াত আমির

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের পর সদ্য মুক্তি পাওয়া এটিএম আজহারুল ইসলামকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৪টি বছর যার ওপর মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছে। মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন।

আজ বুধবার (২৮ মে) এটিএম আজহার হাসপাতাল থেকে বের হওয়ার পর তাকে রাজধানীর শাহবাগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, এখানে বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার নেতৃত্বে (সরকার) পতন হয়েছে। এটা মোটেই না। এদেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এর মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই। আর জমিনের ক্রেডিটের আমরা সমস্ত জনগণকে দেওয়ার পক্ষে।

তিনি আরও বলেন, আমরা এক থাকবো, জাতীয় প্রয়োজনে একপথে হাঁটবো এবং জাতীয় প্রয়োজনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাবো।

সর্বশেষ সংবাদ

বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছেন বোর্ডের আট পরিচালক। যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ