spot_img

অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ সিনেটর হলেন শার্লট ওয়াকার

অবশ্যই পরুন

মে মাসে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনের দিনই ২১তম জন্মদিন পালন করেন শার্লট ওয়াকার। আর এখন তিনি দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে ঘোষিত হয়েছেন। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এ তথ্য জানায়।

মঙ্গলবার (২৭ মে) ফেডেরাল নির্বাচনে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে অস্ট্রেলিয়ান নির্বাচন কমিশন। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

অ্যানথনি আলবানিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য শার্লোট ওয়াকার। ২০২২ সালে স্নাতক সম্পন্নের পর দেশটির এক ট্রেড ইউনিয়নে কর্মরত ছিলেন তিনি।

তবে, আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নিতে গেলে ছাড়তে হচ্ছে সেই পদ। এর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী সিনেটরের খেতাবটি ছিল গ্রিন পার্টির ২৩ বছর বয়সী জর্ডন স্টিল জনের।

শার্লটের এই সাফল্য দেখাচ্ছে যে রাজনীতিতে যেকোনো অপ্রত্যাশিত পরিবর্তন সম্ভব। তার বয়স এবং অভিজ্ঞতা সত্ত্বেও, তিনি অস্ট্রেলিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ