spot_img

রিয়াজ হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ২ দিনের রিমান্ড

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ মে) সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তিনি। পরে উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি এডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি আমির হোসেন আমু, সাবেক এমপি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের...

এই বিভাগের অন্যান্য সংবাদ