spot_img

রিয়াজ হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ২ দিনের রিমান্ড

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ মে) সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তিনি। পরে উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি এডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি আমির হোসেন আমু, সাবেক এমপি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ম্যাকরনের চশমা নিয়ে ট্রাম্পের মশকরা

সানগ্লাস পরা অবস্থায় ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনকে দেখে ঠাট্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ