৩১ বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন ‘এভারেস্ট ম্যান’ খ্যাত শেরপা কামি রিতা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টায় এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ৫৫ বছর বয়সী শেরপা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
এক্সপেডিশন আয়োজক সংস্থা সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে বলেছে, ‘কামি রিতা শেরপার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি শুধু নেপালের নয়, সারা বিশ্বের কাছে এভারেস্টেরই প্রতীক।’
কামি রিতা প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন ১৯৯৪ সালে, একটি বাণিজ্যিক অভিযানের গাইড হিসেবে। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি শৃঙ্গে আরোহণ করেছেন। কিছু বছর, যেমন ২০২৩ ও ২০২৪ সালে, তিনি দুবার করে এভারেস্ট জয় করেন।
এভারেস্ট আরোহণের রেকর্ডে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া, যিনি ২৯ বার শৃঙ্গ স্পর্শ করেছেন—গত সপ্তাহেই তার সর্বশেষ চেষ্টা ছিল।
কামি রিতা বলেন, ‘আমার এই আরোহণ আসলে শুধুই কাজ। রেকর্ডের জন্য আমি খুশি, কিন্তু রেকর্ড তো একদিন ভাঙবেই। আমি বেশি খুশি যে আমার আরোহণ নেপালকে বিশ্বে পরিচিত করছে।’
এই মাসের শুরুতে, কামি রিতা এভারেস্টের জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন, যার মধ্যে ছিল পূজা অনুষ্ঠানের ছবি—এভারেস্ট অভিযানের আগে নিরাপদ ও সফল আরোহণের জন্য তিব্বতী বৌদ্ধদের এই রীতি পালন করা হয়।
নেপালের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, এই মৌসুমে এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গের জন্য ১,০০০-রও বেশি আরোহণের পারমিট দেয়া হয়েছে।
গত কয়েক বছরে এভারেস্ট আরোহণের চেষ্টা বেড়েছে। তবে এ নিয়ে ভিড় ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
গত বছর, কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করে যে আরোহীদের নিজেদের মলমূত্র ব্যাগে সংগ্রহ করে বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে হবে।