spot_img

‘কুলি’ নিয়ে আসছেন রজনীকান্ত

অবশ্যই পরুন

তামিল সিনেমার ইতিহাসে আরেকটি মাইলফলক ছুঁতে চলেছেন সুপারস্টার রজনীকান্ত। পরিচালক লোকেশ কানাগারাজের হাত ধরে আসছে তার ১৭১তম চলচ্চিত্র ‘কুলি’, যা মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট। একই দিনে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’, ফলে বক্স অফিসে হতে যাচ্ছে এক মহাসংঘর্ষ।

নাগার্জুন, আমির খান, উপেন্দ্র, পূজা হেগড়ে সহ এক ঝাঁক তারকা এই ছবিতে অভিনয় করছেন, যা ‘কুলি’-কে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে রূপ দিয়েছে। সম্প্রতি পিঙ্কভিলা-র এক প্রতিবেদনে উঠে এসেছে, এই ছবির বাজেটও বিশাল, এবং সবচেয়ে বড় চমক—রজনীকান্তের পারিশ্রমিক। জানা গেছে, তিনি এই ছবির জন্য নিয়েছেন ১৫০ কোটি রুপি পারিশ্রমিক, যা এখন পর্যন্ত ভারতের কোনও অভিনেতার জন্য এককালীন সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে অন্যতম।

বড়পর্দায় একদিকে রজনীকান্তের ক্যারিশমা, অন্যদিকে রয়েছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি ‘ওয়ার ২’, যেখানে হৃতিকের সঙ্গে আছেন দক্ষিণের স্টার জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। দুই দিক থেকেই বিশাল ফ্যানবেস থাকায় এই দিনটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর।

প্রতীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। এবারের স্বাধীনতা দিবস ঘিরে সিনেমাপ্রেমীরা পেতে চলেছেন এক দুর্দান্ত সিনেম্যাটিক উৎসব—যেখানে বাজিমাত করবেন কে, তা বলবে সময়ই।

সর্বশেষ সংবাদ

হাসান আলির ফাইফার, সিরিজে লিড নিলো পাকিস্তান

  হাসান আলির ফাইফার, সিরিজে লিড নিলো পাকিস্তান ক্রিকেট | 29th May, 2025 12:23 am         তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ