ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয় উদযাপন করতে লিভারপুল শহরের রাস্তায় জমায়েত হওয়া হাজারো সমর্থকদের মাঝে হঠাৎ ছুটে আসে একটি গাড়ি। আচমকা ওই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ২৭ জন। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আহতের মধ্যে চারজন শিশু রয়েছে। লিভারপুল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ বৃটিশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সন্দেহভাজন চালক।
প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনাটি পরিকল্পিত হামলা নয় এবং এ ঘটনায় আর কারো জড়িত থাকার প্রমাণ মেলেনি।
এ ঘটনার ভিডিও ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লিভারপুল ওয়েস্ট ডার্বির এমপি ইয়ান বার্নে এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনা ‘হৃদয়বিদারক’। এক্স (টুইটার)-এ পোস্ট করা বিবৃতিতে তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর দিন হওয়ার কথা ছিল, কিন্তু শহরে যা ঘটেছে তা দেখে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। আমার ভালোবাসা ও শুভেচ্ছা সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য।’
লিভারপুল এফসির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের সমর্থন জানিয়েছে। সোমবার এক্স-এ ক্লাবটি লিখেছে, ‘আজকের এই ভয়াবহ ঘটনা দুঃখ প্রকাশ করছি। লিভারপুল শহরের সবার জন্য মঙ্গল কামনা করছি।’