টানা তিন মাস সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন আনাস আল রাজকি। ২৬ বছর বয়সী আল রাজকি বেলজিয়ামের নাগরিক। নিজ দেশ থেকে সৌদি আরবে পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হয়েছে সাত হাজার কিলোমিটার রাস্তা এবং ১৩টি দেশের সীমানা। যার মধ্যে আছে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও জর্ডান। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের জন্যই তিনি এই দুঃসাহসী অভিযাত্রা শুরু করেন। তিনি জর্ডান সংলগ্ন সেৌদি আরবের হালাত আম্মার সীমানা দিয়ে দেশটিতে প্রবেশ করেন।
আনাস আল রাজকি বলেন, গত মার্চে পবিত্র রমজানে শুরু হয়েছিল তার পবিত্র যাত্রা। নিজের দীর্ঘ যাত্রা সম্পর্কে তিনি বলেন, এটা একটা স্বপ্ন। আমি কখনো ভাবিনি আমি মক্কা পৌঁছাতে পারব। আমি সৌদি আরবে পৌঁছে আনন্দ অনুভব করছি।
তিনি যাত্রাপথে মানুষের সহযোগিতার বর্ণনা দিয়ে বলেন, তারা আমাকে যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছেন। আমার বার বার মনে হচ্ছিল, আমি বছরের পর বছর লালন করে রাখা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এখন আমি চাই কাবার খুব কাছে যেতে এবং তা নিজ চোখে দেখতে। আমার এই যাত্রাটি একই সঙ্গে আধ্যাত্মিক সফর ও ধৈর্যের পরীক্ষা ছিল। কেননা আমাকে গ্রাম ও শহর, সমতল ও পাহাড়ি ভূমি অতিক্রম করে আসতে হয়েছে। কখনো কখনো বিরূপ আবহাওয়া ও একাকীত্বের শিকার হতে হয়েছে।
সূত্র : গালফ নিউজ