বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি এক হৃদয়স্পর্শী স্মৃতিচারণ করেছেন তার প্রথম প্রেম নিয়ে। এক সাক্ষাৎকারে প্রীতি জানান, তার প্রথম ভালোবাসা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান।
প্রীতি বলেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা একে অপরকে খুব ভালবাসতাম। কিন্তু একটা দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে যায়। আমি সেদিন বুঝেছিলাম জীবন কতটা অনিশ্চিত। প্রীতির প্রথম ভালোবাসা কে ছিলেন, তা অবশ্য জানাননি।
এই ঘটনা প্রীতির জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি জানান, ওই সময়টা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। তবে সেই ঘটনার পর থেকেই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় তার।
প্রীতির এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই তার ব্যক্তিগত সাহসিকতা ও মনের জোরের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, প্রীতি জিনতা ২০০০-এর দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এবং এখনো বিভিন্ন সামাজিক ও ফিল্ম প্রজেক্টে যুক্ত আছেন।
মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রায়ই ভক্তদের সঙ্গে আড্ডা দেন প্রীতি। অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দিতে দেখা যায়। কয়েক দিন আগে এমন এক সেশনে এক ভক্ত লেখেন, ম্যাম, আমি আপনার ‘কাল হো না হো’ সিনেমা যতবার দেখি, ততবার শিশুর মতো কাঁদতে থাকি। আপনি ন্যায়না ক্যাথরিন কাপুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। এ থেকে শিক্ষা পাওয়া যায়, ভালোবাসাকে কখনো কখনো দূরেও যেতে দিতে হয়।
এর উত্তরে প্রীতি জিনতা লেখেন, এই সিনেমার বেশির ভাগ দৃশ্যেই সব অভিনেতা-অভিনেত্রী স্বাভাবিকভাবেই কেঁদেছেন। আর আমানের মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের সময়ে ক্যামেরার সামনে ও পিছনে সবাই কেঁদেছিলেন।
রুপালি পর্দায় প্রীতি জিনতাকে দীর্ঘ দিন দেখা যায়নি। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এরপর বড় পর্দায় তার দেখা মেলেনি। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন প্রীতি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।