spot_img

চুম্বনের দৃশ্যের পর ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলি: নীনা গুপ্ত

অবশ্যই পরুন

বলিউড ও টেলিভিশনের সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত নীনা গুপ্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রথম চুমুর দৃশ্য নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। জানিয়েছেন, পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করা তার জন্য মোটেও সহজ ছিল না—বরং তা ছিল চরম অস্বস্তিকর ও মানসিক চাপের।

টেলিভিশনের এক ধারাবাহিকে সহ-অভিনেতা দিলীপ ধাওয়ানকে ঠোঁটঠাসা চুমু দিতে হয়েছিল নীনাকে। স্মৃতি হাতড়ে সেই অভিজ্ঞতার কথা তুলে নীনা বলেন, ‘দৃশ্যটি করার আগের রাতে ঘুমাতে পারিনি। ও (দিলীপ ধাওয়ান) দেখতে ভালো, ভালো বন্ধুও ছিল কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। খুব চিন্তায় ছিলাম।’

একজন পেশাদার অভিনয়শিল্পী হিসেবে সব ধরনের দৃশ্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নীনা আরও বলেন, ‘কখনও কাদার মধ্যে, কখনও রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু চুমুর দৃশ্যটা ছিল আমার জন্য আলাদা রকম চ্যালেঞ্জিং।’

সবচেয়ে বিস্ময়কর অংশটি ছিল, দৃশ্যটি শেষ হওয়ার পর তিনি ডেটল দিয়ে মুখ ধুয়েছিলেন, যা তার অস্বস্তির মাত্রা আরও স্পষ্ট করে দেয়। ‘আমার জন্য এটা একেবারেই স্বাভাবিক ছিল না। এই অভিজ্ঞতা সহজ ছিল না,’ বলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনেও নীনা গুপ্তা সবসময়ই ছিলেন সাহসী ও ব্যতিক্রমী।

ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্কের কথা সকলের জানা। বিয়ে করেননি এই তারকা জুটি। তবুও নীনা-ভিভের রয়েছে এক সন্তান। বিয়ে না করেই এক সন্তানের মা হয়েছেন নীনা। যা নিয়ে শোরগোল পড়েছিল বলিউডে। ব্যক্তিগত জীবনের মতো পর্দায়ও নিজেকে মেলে ধরেছেন সাহসী অভিনেত্রী হিসেবে। তবে প্রথমবার চুমুর দৃশ্যে অভিনয় করা মটেও সুখকর ছিল না বলে উল্লেখ করেন তিনি।

এখানেই শেষ না নীনা আরও বলেন, ‘কেউ কমেডি চরিত্রে অভিনয় করতে পারেন না। কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারেন না। ধারাবাহিক নাটকে দিলীপের সঙ্গে চুমুর দৃশ্য শেষ হওয়া মাত্রই ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলি। আমার জন্য চুমুর দৃশ্যে অভিনয় বেশ কষ্টসাধ্য ছিল।’

নীনা গুপ্তার অভিজ্ঞতা তাই অনেক নতুন ও উঠতি অভিনেত্রীর জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস—কীভাবে নিজের সীমানা বুঝে কাজ করতে হয় এবং নিজেকে সময় দিতে হয় প্রস্তুতির জন্য।

সর্বশেষ সংবাদ

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ