পর্দা কাঁপাতে আসছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি ‘কুবেরা’, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণ ভারতীয় ছবির শক্তিমান দুই অভিনেতা ধানুশ-নাগার্জুন। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ট্রান্স অব কুবেরা’ নামের প্রিভিউ। যেখানে ভিডিওতে ফুটে উঠেছে এক অনিশ্চিত, নৈতিকভাবে জটিল জগতের আভাস, যেখানে উচ্চাকাঙ্ক্ষার কোন সীমানা নেই এবং ক্ষমতা অর্জনের দৌড়ে দিতে হয় চরম মূল্য।
আগামী ২০ জুন ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘কুবেরা’। পরিচালক শেখর কাম্মুলার এই সামাজিক থ্রিলারধর্মী ছবিতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও জিম সারভ। ছবিটি তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় একযোগে মুক্তি পাবে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ত্রয়ী অভিনেতা ধানুশ, পরিচালক শেখর কাম্মুলা ও সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ (ডিএসপি) নিয়েছেন দর্শকদের মন কাড়ার দায়িত্ব। কেবল বিনোদন নয় বরং নৈতিকতা, লোভ, প্রতিকূলতা আর মানবিক জটিলতার এক গভীর গল্প বলতে চায় ‘কুবেরা’।
পরিচালক শেখর কাম্মুলা জানিয়েছেন, ‘একটা ভিতরের কণ্ঠস্বর বলে—তুমি একা হলেও, শক্তিহীন হলেও, পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটাই কুবেরার আত্মা।’ এই বক্তব্য ছবির কেন্দ্রীয় বার্তা হয়ে উঠেছে প্রতিবন্ধকতার মাঝেও অটুট থেকে লড়ে যাওয়ার দৃঢ় সংকল্প।
ছবির অন্যতম আকর্ষণ ‘মেরি মেরি মেরি ইয়ে দুনিয়া সারা’ গানটি। যা ডিএসপি’র সুরে, রাকিব আলমের কথায় ও হেমাচন্দ্র বেদালার কণ্ঠে হয়ে উঠেছে এক আবেগঘন সংগীতরূপ, ছবির আবহের সঙ্গে মিশে তৈরি করছে মুগ্ধতা।
টিজারে আরও নজর কেড়েছে নাগার্জুন, রাশমিকা মান্দানা ও জিম সারভ-এর চরিত্রভিত্তিক দৃশ্য, যা ছবির গভীর গল্প ও চরিত্রের সংকটময় অবস্থানকে তুলে ধরেছে। সাধারণ টিজারের বাইরে গিয়ে এটি পরিবেশন করছে এক বায়ুমণ্ডলভিত্তিক, নান্দনিক অভিজ্ঞতা। যা ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে অনুরাগীদের কাছ থেকে। তবে ‘কুবেরা’ শুধু একটি ছবি নয়, এটি হতে চলেছে শক্তিশালী বার্তা বহনকারী এক শৈল্পিক যাত্রা এমনটাই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।