spot_img

ভারতকে কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

অবশ্যই পরুন

বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনা আরোপ করেছে ভারতের পুশইন কার্যক্রম। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের ওপর পুশইনের ঘটনা বেড়েছে। ভারত থেকে ঢাকা সরকারকে ২৩৬৯ জনের একটি তালিকা পাঠানো হয়েছে, যাদের ফেরত নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ভারতের পাঠানো তালিকা যাচাই-বাছাই করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় লাগছে। পাশাপাশি, ভারতকে জানানো হয়েছে যেন বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশ ইন করা না হয়।

উল্লেখ্য, এর আগে সীমান্তে জবরদখল ও হতাহতের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। এসব পরিস্থিতিতে ঢাকা বারবার কূটনৈতিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা যাতে না ছড়ায় সে ব্যাপারেও কড়া নজর রাখা হচ্ছে। শেখ হাসিনা এবং তার সময়ের মন্ত্রীদের বিচার সংক্রান্ত মামলায় কোর্টের নির্দেশনা অনুসরণ করছে বাংলাদেশ সরকার।

সর্বশেষ সংবাদ

চীনের এইচকিউ-৯বি দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিসর!

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ভয়ংকর সব আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এশিয়ার পরাশক্তি চীনের তৈরি এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন...

এই বিভাগের অন্যান্য সংবাদ