ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের দারাজ এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকালে স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে গুরুতরভাবে দগ্ধ মরদেহ দেখা গেলেও, রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ছবি যাচাই করতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
গাজায় চলমান অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। চলতি মে মাসের শুরু থেকে এই অভিযানের গতি আরও বাড়ায় তারা। ইসরায়েলের দাবি, এই অভিযানের লক্ষ্য হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা এবং এখনও জিম্মি থাকা ব্যক্তিদের মুক্ত করা।
তবে ইসরায়েলি এই অভিযানে গাজা প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গাজার গণমাধ্যম দপ্তরের মতে, দেশটির প্রায় ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে কখনো স্থল অভিযানের মাধ্যমে, আবার কখনো বিমান হামলা বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে।
গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ৫৩,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রায় ২০ লাখ বাসিন্দার মধ্যে অধিকাংশই ইতোমধ্যে গাজা ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিতভাবে মানবিক সহায়তার প্রবেশে ছাড় দিলেও, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে জানিয়েছেন, ইসরায়েল গাজার পুরো নিয়ন্ত্রণ বজায় রাখবে।