spot_img

চায়ের সঙ্গে ধূমপান, ছদ্মবেশে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছেন না-তো!

অবশ্যই পরুন

চায়ের সঙ্গে ধূমপান যেন অভ্যাসে পরিণত হয়েছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে কেউ পান করেন চা, কেউবা খান বিড়ি বা সিগারেট। তবে এর মধ্যে অনেকে আছেন যারা চা-সিগারেট একসঙ্গে খান, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

হাতে জ্বলন্ত সিগারেট, সঙ্গে গরম চা-কে ‘ডেডলি কম্বো’ বলা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চায়ের সঙ্গে ধূমপান করলে, ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রেও চায়ের সঙ্গে ধূমপান করলে শরীরের কী কী ক্ষতি হয়, সে দিকে নির্দেশ করা হয়েছে। গরম চায়ের সঙ্গে ধূমপান করলে, অনেক সময়েই খাদ্যনালীর দেওয়ালের কোষের ক্ষতি হয়। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে পারে।

চায়ে থাকা ক্যাফিন পাকস্থলীতে পৌঁছে এক ধরনের পাচক রস তৈরিতে সাহায্য করে, যা খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু তার সঙ্গে সিগারেটের নিকোটিন মিশলে, মাথা ব্যথা বা আচ্ছন্ন ভাব তৈরি হতে পারে। এই ধরনের অভ্যাস অনেক সময়েই খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এরই সঙ্গে বৃদ্ধি পায় ফুসফুসের ক্যানসার এবং পাকস্থলীর আলসারের ঝুঁকি।

চিকিৎসকেরা জানিয়েছেন, যিনি ধূমপান করেন না, তার তুলনায় একজন ধূমপায়ীর ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি ৭ শতাংশ বেশি থাকে। পাশাপাশি, ধূমপানের জন্য যে কোনো মানুষের আয়ুষ্কাল ২০ বছর পর্যন্ত কমে যেতে পারে। চিকিৎসকেরা তাই ধূমপান ত্যাগের পরামর্শ দিয়ে থাকেন।

সর্বশেষ সংবাদ

দীপিকা বাদ, প্রভাসের সঙ্গে দেখা যাবে তৃপ্তিকে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর এক বক্স অফিস সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এবার তাকেই সিনেমা থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ