spot_img

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা: আলী রীয়াজ

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রোববার (২৫ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে সংস্কার কমিশনের সহ-সভাপতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রম অগ্রগতির সুযোগ নেই। প্রাথমিক পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করেছি। কিছু বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, কিছু বিষয়ে হয়নি। আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যায়নি, আমরা সেসব বিষয়ও জানাবো।

এ সময় সুশীল সমাজের হয়ে বৈঠকে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, সংবিধানে হাত দেয়া উচিত হবে না, নির্বাচিত সংসদই সংবিধানে হাত দিতে পারবে। সব কিছুর উপরে মনে রাখতে হবে যত দ্রুত গণতন্ত্রের দিকে যাওয়া যায়। আমাদের প্রধান লক্ষ্য সংস্কার শেষ করে গণতন্ত্রের দিকে যাওয়া।

সর্বশেষ সংবাদ

দীপিকা বাদ, প্রভাসের সঙ্গে দেখা যাবে তৃপ্তিকে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর এক বক্স অফিস সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এবার তাকেই সিনেমা থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ