৮০ মিনিট পেরিয়ে ম্যাচ। দুই গোলে পিছিয়ে ইন্টার মায়ামি। নিজেদের মাঠে জয়ের দ্বারপ্রান্তে ফিলাডেলফিয়া। প্রতিপক্ষের মাঠে দল তখন আরও একটি হারের প্রতিক্ষায়। ঠিক সেই সময়ে আরও একবার নিজের বাঁ-পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ৮৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ম্যাচের প্রাণ ফিরিয়ে আনেন তিনি। পরে আরও এক গোলে রাখলেন অবদান। হারের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় রোববার সকালে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার মাঠ সুবারু পার্কে ৩-৩ ড্র করে হাভিয়ের মাসচেরানোর দল।
কুইন সুলিভান ও তাই বারিবোর গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফিলাডেলফিয়া। ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান কমায় তাদিও আলেন্দে। তবে ৭৩তম মিনিটে বারিবোর দ্বিতীয় গোলে ব্যবধান আবারও বাড়ায় স্বাগতিকরা।
ম্যাচের ৮৭তম মিনিটে মেসির সেই ফ্রি-কিক গোল। ডি বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার শটে ডানে ঝাপিয়ে বলের হাত ছোঁয়ালেও জোরালো শট ফেরাতে পারেননি গোলরক্ষক। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি বক্সের মধ্যে মেসির পাস একজনের পায়ে লেগে পেয়ে যান তেলাস্কো সেগোভিয়া। ঠাণ্ডা মাথার শটে সমতা টানেন তিনি।
ম্যাচে ৬৭ শতাংশ সময়ই বল ছিল লুইস সুয়ারেস, জর্দি আলবা, সের্হিও বুসকেতস, মেসিদের পায়ে। ১১টি শটের চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও ১৭টি শট নেয় ফিলাডেলফিয়া, যার ৭টি ছিল লক্ষ্যে।
এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন মায়ামি। শেষ আট ম্যাচে জয় কেবল একটিতে। লিগে ১৪ ম্যাচে কেবল ৬ জয় ও ৫ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে ইস্টার্ন কনফারেন্সের তালিকার ছয়ে।