spot_img

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

অবশ্যই পরুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। শেষ দিনের চা–বিরতির ঠিক পরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ম্যাচ ড্র হওয়ার। এতে ১–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল।

শেষ দিনে ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে মাঠে নামে কিউইরা। আগের দিন উইকেট না পাওয়া বাংলাদেশি স্পিনাররা এদিন খানিকটা সাফল্য পান। অফ স্পিনার নাঈম হাসান ৪ উইকেট তুলে নেন ৪৪.২ ওভারে ১০২ রান দিয়ে। হাসান মুরাদ ও সাইফ হাসান একটি করে উইকেট নেন, আর একটি রান আউট হয়।

নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয়ে নেয় ২০ রানের লিড। দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে নিক কেলির ব্যাট থেকে। ৮৩ রান নিয়ে দিন শুরু করে সেঞ্চুরি করে থামেন ১০৩ রানে। তার ১৬৭ বলের ইনিংসে ছিল ৭টি চারে ও ৬টি ছক্কা। আরেক অপরাজিত ব্যাটার ম্যাথু বয়েল করেন ৫৮ রান।

বাংলাদেশ ‘এ’ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮৭ রান করার পরই দুই দল ড্র মেনে নেয়। এনামুল হক ২৪ রান করে প্রথম উইকেট হিসেবে ফিরলে, সাইফ হাসান করেন ১৬ রান। দিন শেষে অপরাজিত ছিলেন জাকির হাসান (২৪*) ও অমিত হাসান (২১*)।

চার দিনের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল নিউজিল্যান্ড ‘এ’। দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ায় ১–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা।

সর্বশেষ সংবাদ

রোমান্টিক দৃশ্য নিয়ে বিতর্ক, স্পষ্ট জবাব দিলেন নায়িকা

মণিরত্নম পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থাগ লাইফ’ আগামী ৫ জুন মুক্তি পেতে যাচ্ছে। তবে সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ