spot_img

ভারতে ঝড়-বৃষ্টিতে একদিনে নিহত ৪৫

অবশ্যই পরুন

প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে ৪৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা।

উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণবিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানান, রাজ্যের ১৮টি জেলা থেকে নিহতের সংবাদ পাওয়া গেছে।

এই জেলাগুলো হলো- কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগর (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)।

উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে।

নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন বলেও জানান কর্মকর্তারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ