spot_img

পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন, ভারতের কড়া বার্তা

অবশ্যই পরুন

সাম্প্রতিক জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই প্রসঙ্গে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যাগুলো উপলব্ধি করার মাধ্যমে। ভারত তুরস্কের সম্পর্ক দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত। ভারত আশা করে, তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার এবং কয়েক দশক ধরে যে ‘সন্ত্রাসী’ বাস্তুতন্ত্রকে আশ্রয় দিয়ে আসছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করবে।

এদিন চিন নিয়েও কথা বলেন রণধীর। তিনি বলেন, সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ডোভাল স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যে আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূলের অঙ্গীকার জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে দেশের শিক্ষাব্যবস্থা সংস্কার ও দুর্নীতি নির্মূল জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ