spot_img

রান্নার সময় অসাবধানতা ডেকে আনতে পারে ক্যান্সার

অবশ্যই পরুন

আমরা সবাই সুস্থ থাকতে চাই। কেউ অসুস্থতা চাই না। জেনেশুনে এমন কিছু করতে চাই না, যেগুলো কোনো অসুস্থতার কারণ হতে পারে। কিন্তু অজান্তে হয়তো এমন অভ্যাস বয়ে বেড়াই যা ডেকে আনে কোনো না কোনো রোগ।

খাবার তৈরির সময় অনেক বেশি সচেতন থাকতে হয়। কিন্তু একটু অসাবধানতা ডেকে আনতে পারে অনেক বড় বিপদ। রান্নার সময় কিছু ভুলের কারণে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। কী সেই ভুল?

চলুন জেনে নেওয়া যাক-

ভাজা তেল পুনরায় ব্যবহার

তেলে কিছু ভাজার পরে বাকি তেল ফেলে দিতে মায়া লাগারই কথা। কিন্তু একই তেলে যদি বারবার রান্না করেন তাহলে দেখা দিতে পারে ক্যান্সারের ঝুঁকি। তেল বারবার গরম করলে এটি তার গঠন হারাতে শুরু করে এবং এতে ট্রান্স ফ্যাট এবং ফ্রি র‍্যাডিকেলের মতো ক্ষতিকারক রাসায়নিক তৈরি হতে শুরু করে। সেই তেলে তৈরি খাবার খেলে তা হৃদরোগের কারণ হতে পারে। এছাড়া অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি থেকে হতে পারে ক্যান্সারও। তাই এই অভ্যাস ত্যাগ করতে হবে।

আগুনে রুটি সেঁকা

অনেকেই তাওয়া ব্যবহার না করে আগুনে সরাসরি রুটে সেঁকে নেন। এতে রুটি দ্রুত ফুলে ওঠে। কিন্তু সাধারণ এই অভ্যাসও বিপদের কারণ হতে পারে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সরাসরি আগুনে রুটি সেঁকলে তা বিশেষ করে এলপিজি সিলিন্ডারের আগুনে, তা ‘অ্যাক্রিলামাইড’ নামক একটি রাসায়নিক তৈরি করে। ক্যান্সারের মতো মরণঘাতি অসুখের কারণ হতে পারে এ ধরনের রাসায়নিক।

সব সবজির খোসা ফেলে দেওয়া

কিছু সবজি আছে যেগুলো খোসা না ছাড়িয়ে খাওয়া যায় না। তবে বেশিরভাগ সবজির খোসাই ভক্ষণযোগ্য। অনেকে আবার সব সবজিরই খোসা ফেলে খান। আপনারও এমন অভ্যাস থাকলে তা বাদ দিন। যেসব সবজির খোসা খাওয়া যায় সেগুলো খোসাসহই খাওয়ার অভ্যাস করুন। কারণ সবজির খোসায় অনেক ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যেগুলো থেকে শরীর বঞ্চিত হতে পারে। সেখান থেকে ক্যান্সারসহ নানা অসুস্থতা দেখা দিতে পারে। তাই শরীরের প্রয়োজনীয় পুষ্টির দিকে নজর দিন।

সর্বশেষ সংবাদ

আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ মন্ত্রণালয় ছাড়াও আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ