spot_img

‘আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু কোনো সমঝোতা নয়’

অবশ্যই পরুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের স্বার্থে তিনি ক্ষমতাসীনদের সঙ্গে কথা বলতে প্রস্তুত, তবে কোনো রকম সমঝোতা বা সুবিধা নিতে রাজি নন।

আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। কারাগারে থাকা অবস্থায় তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। খবর ডনের।

জাতিকে সতর্ক থাকতে হবে জানিয়ে ইমরান খান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে যে কোনো সময় পাকিস্তানের ওপর হামলা চালাতে পারেন। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সংবিধান পুনর্বহাল, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, নিজের জন্য কোনো রকম সুবিধা বা ছাড় চান না।

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ