spot_img

হামজাদের ম্যাচ টিকিট ৪০০ টাকা

অবশ্যই পরুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল সবশেষ ২০২০ সালে। তারপর থেকে আর কোনো ম্যাচ গড়ায়নি এই মাঠে। অবশেষে আবারও ঢাকা স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সংস্কারের প্রায় চার বছর পর আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে এই স্টেডিয়ামে।

দর্শকদের জন্য সুখবর হচ্ছে ঘরে বসেই অনলাইনেই কিনতে পারবে টিকিট। আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে (tickify.live) কেনা যাবে হামজাদের ম্যাচের টিকিট।

সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা।

ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবে। বুধবার (২১ মে) বাফুফের কম্পিটিশন কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ সংবাদ

জোতার সম্মানে তার জার্সি তুলে রাখলো লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ