spot_img

যে কারণে জামিন পেয়েও অভিনেত্রীকে থাকতে হবে জেলে

অবশ্যই পরুন

জামিন পেয়েছেন সোনা পাচার মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেত্রী র‌্যানা রাও। জামিন পাওয়ার পরও আপাতত জেলেই থাকতে হবে তাকে। কারণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত তিনি। সেই মামলায় এখনও জামিন পাননি কন্নড় অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত ২ লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি এই মামলার আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছে না র‌্যানা।

আদালত জানিয়েছে, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন র‌্যানা। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

মিশন ইম্পসিবলই কি টম ক্রুজের শেষ সিনেমা!

‘মিশন ইম্পসিবল’, হলিউড অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা। এ ফ্রাঞ্চাইজির সাতটি সিনেমা এ পর্যন্ত মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির...

এই বিভাগের অন্যান্য সংবাদ