spot_img

কোরবানির চামড়ার মূল্য বাড়ছে, সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলতি বছর কোরবানির পশুর চামড়ার মূল্য গত বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আগামীকাল বৃহস্পতিবার মূল্য নির্ধারণী সভায় নতুন দর চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনোভাবেই যেন সিন্ডিকেট সক্রিয় হতে না পারে, সেজন্য সরকার বিশেষভাবে সচেষ্ট। চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবছর এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

‘বাবার কথা যদি শুনতাম, তবে জীবন অন্য রকম হতো’

বলিউডের ভাইজান সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ এক আবেগঘন পোস্টে নিজের অনুশোচনার কথা জানিয়েছেন। বাবা সেলিম খানের একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ