যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে গেছে। চলতি মে মাসের শুরুতে টানা চারদিন সামরিক সংঘাতে লিপ্ত হয় দেশ দুটি। তবে যুদ্ধবিরতিতে গেলেও পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে নারী-পুরুষসহ ১০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।
বিবিসি ও ভারতীয় গণমাধ্যমের খবর, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় এক ইউটিউবার, একজন ব্যবসায়ী ও এক ছাত্র রয়েছে।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রার নাম। তিনি পর্যটন সংক্রান্ত ভ্লগ বানান।
মালহোত্রা তার ‘ট্র্যাভেল ভ্লগ’ বানানোর জন্য বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন বলে জানা গেছে। তার সর্বশেষ যাত্রাটি ছিল এ বছরেরই মার্চ মাসে।
হরিয়ানা পুলিশের অভিযোগ, দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল তার। ওই কর্মকর্তাকে ভারত থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে।
এদিকে মালহোত্রার বাবা অবশ্য তার মেয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি পাকিস্তানে গিয়েছিলেন।