spot_img

গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দেবে নরওয়ে

অবশ্যই পরুন

বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে জোরালো সমর্থন দেবে নরওয়ে। ঢাকা সফররত নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম মঙ্গলবার (২০ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে হওয়া বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য নরওয়ের জোরালো সমর্থন। যেখানে যুব ও মহিলাদের ভূমিকা বৃদ্ধি পাবে। বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন, যুদ্ধ ও ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন।

মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। তিনি আজ পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা সফরকালে নরওয়ের প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী বুধবার (২১ মে) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি পরদিন সকালে ঢাকা ত্যাগ করবেন।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন নরওয়ের প্রতিমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরওয়ের প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২০ মে) নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী স্তিনে রেনাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ