spot_img

দেশে স্টারলিংকের যাত্রা: ‘ইন্টারনেট সেবায় সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না’

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বাংলাদেশে সদ্য যাত্রা শুরু করা ইন্টারনেট সেবাদাতা মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান স্টারলিংকে কোনও ভুর্তকি দেবে না সরকার। স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করবে, তাই ইন্টারনেট সেবায় সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না বলে মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এদিকে, আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে স্টারলিংক। এ নিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রাথমিকভাবে স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করলো। এরমধ্যে রেসিডেনশিয়াল প্যাকেজের মাসে খরচ ৬ হাজার আর রেসিডেনশিয়াল লাইট প্যাকেজে মাসে খরচ চার হাজার ২০০ টাকা।

তবে, উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদের ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

স্টারলিংকের এই সেবায় গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশের প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ