মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে বেশ কিছু ভারতীয় ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মূলত, এই পদক্ষেপ অনিয়মিত অভিবাসন ও মানব পাচার রোধে বৃহত্তর প্রচেষ্টার অংশ। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই ভিসা নিষেধাজ্ঞা ভারতীয় ট্রাভেল এজেন্ট এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রযোজ্য, যাদের অভিযোগে জাল ডকুমেন্ট তৈরি করে বা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করা হয়েছে।
মার্কিন সরকারের দাবি, এই এজেন্টরা জাল বিয়ে, ভুয়া চাকরির স্কিম বা অন্য অবৈধ উপায়ে আইনি অভিবাসন প্রক্রিয়ার অপব্যবহার করেছে।
এই পদক্ষেপটি ‘বার্থ ট্যুরিজম’ (প্রসবের জন্য ভ্রমণ) এবং মানব পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
নিষিদ্ধ ব্যক্তিরা মার্কিন ভিসার জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং তাদের বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতে মার্কিন দূতাবাসের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে অজ্ঞাত ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে।
মার্কিন স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, অবৈধ অভিবাসন, মানব পাচার এবং পাচারের কাজে সহায়তাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে তাদের দূতাবাস ও উপদূতাবাসগুলো কাজ করছে।