spot_img

আমিরাতের সঙ্গে ম্যাচ বাড়লো বাংলাদেশের

অবশ্যই পরুন

আরব আমিরাতের সঙ্গে সিরিজের মাঝপথে সংযুক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়লো বাংলাদেশের। শুরুতে দুই ম্যাচ খেলার কথা থাকলেও সেটিকে বাড়িয়ে এখন ৩ ম্যাচের সিরিজ করা হয়েছে। সোমবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড।

আমিরাতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অর্থাৎ এফটিপিতে ছিল না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পাকিস্তান সিরিজের আগে দুই ম্যাচের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি।

আরব আমিরাতে ১৭ এবং ১৯ মে দুটি ম্যাচ খেলে পাকিস্তান সিরিজের জন্য আমিরাত ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে সেই সিরিজ কয়েকদিন পিছিয়েছে। দুই বোর্ডের হাতেই কিছু দিন ফাঁকা থাকায় সিরিজ বর্ধিত করার সিদ্ধান্ত নেয় তারা।

সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ২১ মে। আজ (১৯ মে) রাত ৯টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। শারজায় প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭ রানে হারিয়েছে টাইগাররা।

এদিকে, আরব আমিরাতের সঙ্গে সিরিজ শেষ করে পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে লিটন দাসের দল। পরিবর্তিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ এবং ২৮ মে ফয়সালাবাদে।

সিরিজের বাকি তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

সর্বশেষ সংবাদ

এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ