বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে অর্ধশত পণ্যবাহী ট্রাক। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
শনিবার, বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া ২০টি ট্রাক বন্দরে আটকে আছে। এসব ট্রাকে ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য তুলা ও সুতা রয়েছে।
বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে গার্মেন্টস পণ্যবাহী ২৯টি ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী দু’টি ট্রাক।
নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এতে কমে আসবে রাজস্ব আয়।