spot_img

করিডর আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি: কাদের গনি চৌধুরী

অবশ্যই পরুন

মানবিক করিডর আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। জাতীয় স্বার্থ জড়িত এত বড় সিদ্ধান্ত নেওয়া অনির্বাচিত সরকারের কাজ না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জনশক্তি সভা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সংস্কার এবং নির্বাচন দেওয়া এর বেশি কিছু করতে গেলে জনগণ তা মেনে নেবে না।

একই সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না। যদি করিডর নিয়ে আলোচনা করতে হয় তাহলে সেটি নির্বাচিত সরকার করবে। নির্বাচন এবং সংস্কার ব্যতীত অন্য কিছু করে নিজের বিপদ বাড়ানো অন্তর্বর্তী সরকারের জন্য ঠিক হবে না।

সর্বশেষ সংবাদ

লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ