spot_img

কানে ‘স্ট্যান্ডিং অভেশন’ পেল প্যাটিনসন-লরেন্সের ছবি

অবশ্যই পরুন

কানের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে হলিউড তারকা রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্সের নতুন ছবি ‘ডাই মাই লাভ’ ৬ মিনিটের অভিবাদন পেয়েছে। এর মাধ্যমে কানের ৭৮তম আসর জমিয়ে দিলেন তারা। গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে হাজির হন এ দুই তারকা।

গ্রামীণ আমেরিকার প্রেক্ষাপটে ‘ডাই মাই লাভ’ হলো প্রেম ও উন্মাদনায় আচ্ছন্ন এক নারীর প্রতিকৃতি। এ চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। তার স্বামীর ভূমিকায় আছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। এবারের উৎসবের বহুল প্রত্যাশিত ছবির তালিকায় রয়েছে এটি।

ছবিটি পরিচালনা করেছেন ব্রিটিশ নারী লিন রামজে। আর্জেন্টাইন নারী আরিয়ানা হারউইৎজের উপন্যাস অবলম্বনে ‘ডাই মাই লাভ’ পরিচালনা করেছেন স্কটল্যান্ডের লিন রামজে। মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়ছে ছবিটি।

মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় কানের ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ...

এই বিভাগের অন্যান্য সংবাদ