পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ হওয়ার তথ্য জানায় ঢাকাস্থ চীনা দূতাবাস। তবে এ বিষয়ে কোনো বার্তা এখনো শেয়ার করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা দূতাবাস জানায়, ১৮মে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়পক্ষ চীন-ব্যাংলাদেশ সম্পর্ক এবং সাধারণ উদ্বেগের অন্যান্য বিষয়গুলো নিয়ে তাদের মতামত শেয়ার করেন।