spot_img

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

অবশ্যই পরুন

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের আহ্বায়ক, সদস্য সচিবসহ শীর্ষ ৪ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে দলটির ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

রোববার (১৮ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এসময় জেলা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মহানগর আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ করেন পদত্যাগকারীরা।

এর আগে, গেলো ১৫ মে নেতাদের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওন। তাদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলে তা আত্মসাৎ করেছেন। পদত্যাগকারীদের বেশ কয়েকজন ছাত্রলীগের সাথে জড়িত বলে দাবি করেছেন মহানগর ও জেলা আহ্বায়ক।

সর্বশেষ সংবাদ

কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ