spot_img

ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির

অবশ্যই পরুন

দেশের ক্রিকেটের বড় এক আক্ষেপের নাম সাব্বির রহমান। সবশেষ ডিপিএলেও ব্যাট হাতে করতে পারেননি রান। তবে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন সাব্বির। সেখানে টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের ম্যাচে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাব্বির। যে রানে ভর করে তার দল উক্সব্রিজ জিতেছে ১৩১ রানে।

মাত্র ৯৬ বল খেলে সাব্বির রহমান ৯ ছক্কা হাঁকান ইংল্যান্ডের এই লিগে। আমেরশাম ক্রিকেট ক্লাবকে ১৩১ রানে পরাজিত করেছে সাব্বিরের দল উক্সব্রিজ। ৩৪৮ রানের বিশাল সংগ্রহ পায় তার দল। সাব্বিরের ১৫২ ছাড়াও আমান কাদ্রির ব্যাট থেকে আসে ১৩৪ রান।

এরপর বল হাতেও ৪ ওভার করেছেন সাব্বির। ২৭ রান খরচ করেও থাকেন উইকেট শূন্য। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবশ্য হাসেনি সাব্বিরের ব্যাট। বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৪ বল খেলে করেছিলেন ২৯ রান।

এমন দুর্দান্ত পারফরমেন্সের স্কোরকার্ড নিজের ফেসবুক পেইজে শেয়ার করে সাব্বির রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’

সর্বশেষ সংবাদ

বাগরাম ঘাঁটি ফেরত না দিলে খারাপ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয়, তবে “খারাপ কিছু” ঘটতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ