spot_img

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ

অবশ্যই পরুন

টালিউড চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার গ্রামের বাড়িটি ভুয়া নথি ব্যবহার করে নির্মাণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইতোমধ্যে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে আইনি নোটিশ জারি করা হয়েছে অভিনেতার নামে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে বাড়ি নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পৌরসভা। গত ১০ মে অভিযান পরিচালনার সময় ১৩০টি বাড়ি অবৈধ নির্মাণের অভিযোগে নোটিশ পাঠানো হয়। এরমধ্যে মিঠুন চক্রবর্তীর বাড়িও রয়েছে।

গতকাল শনিবার (১৭ মে) বিষয়টি সামনে আসার পর সরগরম নেটদুনিয়া। অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, এই অভিযোগে তিনি একা অভিযুক্ত নন। মালাড মাধ এলাকার অনেককেই নোটিশ পাঠানো হয়েছে। আপাতত আইনিভাবে উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এদিকে মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, যদি নির্মাণের বৈধতা নথি এবং সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারেন। তাহলে অভিনেতার বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রয়োজনে অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ৩১ মে এর মধ্যেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার লক্ষ্য প্রশাসনের।

সর্বশেষ সংবাদ

শান্তি আলোচনাকে উপেক্ষা করেই ইউক্রেনে ‘রেকর্ডসংখ্যক’ ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক অঞ্চলে রেকর্ডসংখ্যক ড্রোন দিয়ে রোববার মধ্যরাতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, এ হামলায় একজন নারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ