spot_img

ভারতীয়দের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয় নাগরিকদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেছে ওয়াশিংটন। জানানো হয়েছে, এই ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ গ্রহণ করেছে এবং অপরাধীদের দেশে ফেরত পাঠানো ছাড়াও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে।

ভারতের মার্কিন দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যদি আপনি অনুমোদিত সময়সীমা পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে আপনাকে বহিষ্কারের সম্মুখীন হতে হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’

এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে, যখন অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ৭২.৫ লাখ ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন এবং সংখ্যাটি ধীরে ধীরে বাড়ছে।

ট্রাম্প প্রশাসন বরাবরই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে ভারতীয় নাগরিকদের প্রতি বিশেষ নজরদারি বেড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার শর্ত ভঙ্গ বা অনুমতি ছাড়া অবস্থানের মতো লঙ্ঘনকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওই বছরই ৫১ হাজারের বেশি ভারতীয় নাগরিক রাজনৈতিক নিপীড়ন, আর্থিক সংকট কিংবা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে আশ্রয় চেয়েছেন—যা গত পাঁচ বছরে ৪৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি।

বিশ্লেষকরা এই বেড়ে যাওয়া অভিবাসন প্রবণতাকে ভারতের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করছেন। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ভারতের জাতীয় বেকারত্বের হার ৫.১ শতাংশে পৌঁছেছে, যেখানে শহরাঞ্চলে এই হার ৬.৫ শতাংশ। তরুণরা সবচেয়ে বেশি বিপর্যস্ত, কারণ চাকরির সুযোগ সংকুচিত এবং আর্থিক চাপ বেড়ে চলেছে।

অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের অভাবের কারণে বহু ভারতীয় তরুণ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করছেন—এমনকি তা অবৈধ উপায়েও। তবে সাম্প্রতিক মার্কিন হুঁশিয়ারির পর অভিবাসী ভারতীয়দের ওপর কঠোর দমন নীতির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

সর্বশেষ সংবাদ

দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ