spot_img

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কমিশনের একার দায়িত্ব নয়: আলী রীয়াজ

অবশ্যই পরুন

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ঐকমত্য কমিশনের একার দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, এ নিয়ে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শুরুর আগে এসব বলেন তিনি। এসময় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্যে পৌঁছাতে খুব বেশি সময় নেয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে সে লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

আজকের বৈঠকে জামায়াতের ১১ সদস্যর প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। এর আগে জামায়াতের সঙ্গে প্রথম দফায় ২৬ এপ্রিল বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে ওই বৈঠকে সকল সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি বলে জানায় কমিশন।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ