spot_img

চীনকে হারিয়ে নারী ফুটসাল বিশ্বকাপে ইরান

অবশ্যই পরুন

চীনের মাটিতে দারুণ জয় তুলে নিয়ে ২০২৫ সালের নারী ফুটসাল বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে ইরানের জাতীয় নারী দল। শনিবার অনুষ্ঠিত এশিয়ান নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক চীনকে ৩-১ গোলে হারায় ইরান।

ফারোজান সোলেইমানির কোচিংয়ে ইরানি দল দুর্দান্ত কৌশল ও দলগত নৈপুণ্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে শুরু থেকেই। প্রতিপক্ষের মাঠে খেলে চীনকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে তারা।

এই জয়ের ফলে ইরান এখন ২০২৫ সালের নারী ফুটসাল বিশ্বকাপে এশিয়ার চারটি প্রতিনিধিদলের একটি হিসেবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। বাকি তিনটি দেশ হলো আয়োজক ফিলিপাইন, চ্যাম্পিয়ন জাপান এবং রানারআপ থাইল্যান্ড।

নারী ফুটসালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের শরতে, ফিলিপাইনে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ