spot_img

ম্যানইউকে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থে চেলসি, সিটির ওপর ভিলা

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের চার নম্বর স্থান ধরে রেখেছে ব্লুরা। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে আবারও টেবিলের পাঁচ নম্বর স্থান দখল করেছে অ্যাস্টন ভিলা।

শুক্রবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই গোল পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ মিনিটে হেডে চেলসির জালে বল জড়িয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়ায় বাতিল করা হয় সেই গোল। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু অধিনায়ক রিস জেমসের শট পোস্টে লেগে ফিরে এলে প্রথমার্ধে লিড নেওয়া হয়নি চেলসির। দ্বিতীয়ার্ধের শুরুতে কোল পালমারের শট দারুণ দক্ষতায় ম্যানইউ কিপার ওনানা ঠেকিয়ে দিলে আবারও গোলবঞ্চিত হয় ব্লুরা। ডেডলক ভাঙে ৭১ মিনিটে। রিস জেমসের ক্রস থেকে হেডে চেলসির জয় নিশ্চিত করেন আরেক ডিফেন্ডার কুকুরেয়া। ম্যাচের শেষ দিকে নোনি মাদুকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করলে ১-০ ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয় চেলসিকে। এই জয়ে টেবিলে চার নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকল লন্ডনের ক্লাবটি।

আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম হটস্পার। ম্যাচের প্রথমার্ধে একটি করে ভালো সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু ভিলা কিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং টটেনহ্যামের গোলরক্ষক আন্তনিন কিন্সকি দারুণ সেভ করলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভিলা। ওয়াটকিন্সের অ্যাসিস্টে গোল করেন এজরি কোন্সা। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল পায় অ্যাস্টন ভিলা। এবার এমরির দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন বুবাকার কামারা। ২-০ গোলের জয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

সর্বশেষ সংবাদ

সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

বহুল আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। শুক্রবার, ঘোষণা করা হয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ