spot_img

ব্রাজিল ফুটবলে তোলপাড়, প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

অবশ্যই পরুন

কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগের চারদিন পরই আদালতের আদেশে বরখাস্ত হয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ।

‘ও গ্লোবো’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ মে) রিও ডি জেনেইরোর আদালতের বিচারক গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এই সিদ্ধান্ত দেন এবং সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনেন।

গত সোমবার কার্লো আনচেলত্তির নাম হেডকোচ হিসেবে ঘোষণা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফলে গত ৬০ বছরে ব্রাজিল ডাগআউটে এই প্রথম কোনো বিদেশি কোচ দেখা যাবে।

এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তার মতে, ব্রাজিলকে কোচিং করাতে বিদেশি কোচের দরকার নেই। এমন মন্তব্যের একদিন পরই বরখাস্ত করা হয়েছে সিবিএফ সভাপতিকে। আদালত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আদেশ দিয়েছে।

এবার দ্বিতীয়বারের মতো রিও ডি জেনেইরোর আদালত রদ্রিগেজকে সরিয়ে দিলো। ২০২৩ সালের ডিসেম্বরে একবার তাকে সরানো হয়েছিল, কিন্তু বিচারপতি গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর ফের দায়িত্বে ফিরে আসেন তিনি।

উল্লেখ্য, সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন এদনালদো রদ্রিগেজ।

সর্বশেষ সংবাদ

জার্সিতে নাম পাল্টালেন হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনলেন নিজের নামের অক্ষরে। নরওয়ের জার্সিতে আর শুধু...

এই বিভাগের অন্যান্য সংবাদ