এই সময়ের আলোচিত তেলেগু তারকার একজন তিনি। ইদানীং খুব একটা ভালো যাচ্ছে না। তবে ভক্তদের আশা, তিনি শিগগিরই বড় পর্দায় নিজের ফর্ম ফিরে পাবেন। তিনি আর কেউ নন বিজয় দেবারকোন্ডা। দক্ষিণি তারকার জন্মদিন আজ। এ উপলক্ষে ডেকান ক্রনিকল অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিজয় সম্পর্কে কিছু তথ্য-
বিজয়ের বাবা গোবর্ধন রাও ছিলেন টিভি সিরিয়ালের নির্মাতা। পরে টানা ব্যর্থতায় তিনি কাজ ছেড়ে দেন। বাবাকে বিনোদনজগতে কাজ করতে দেখেই হয়তো বিজয় অভিনয়ে এসেছেন। বিজয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ সিনেমা দিয়ে।
এরপর ‘গীতা গোবিন্দাম’, ‘ডিয়ার কমরেড’ দিয়ে তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে। দুই সিনেমায় তার নায়িকা ছিলেন রাশমিকা মান্দানা।
এর পর থেকেই শুরু হয় বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সিনেমা দুনিয়ার সবাই জানেন তাদের প্রেমের কথা।
ইনস্টাগ্রামে বিজয় ব্যাপক জনপ্রিয়। মহেশ বাবু, আল্লু অর্জুনের পর তিনিই প্রথম তেলেগু অভিনেতা, যাঁর ইনস্টাগ্রাম অনুসারী পাঁচ লাখ ছাড়িয়েছে।অভিনয়ের সঙ্গে বিজয়ের গানের গলাও খারাপ না। ‘গীতা গোবিন্দাম’ সিনেমায় ‘হোয়াট দ্য লাইফ’ নামে গানও গান।
২০১৯ সালে ‘দ্য দেবারকোন্ডা ফাউন্ডেশন’ নামে অলাভজনক প্রতিষ্ঠান শুরু করেন বিজয়। প্রতিষ্ঠানটি থেকে নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।
বিজয়ের একটি সিনেমা হলের মালিকানাও আছে। তেলিঙ্গানার ‘এশিয়ান বিজয় দেবারকোন্ডা’ মাল্টিপ্লেক্সের অন্যতম কর্ণধার তিনি।
বিজয়ের সবশেষ সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’ মোটামুটি ব্যবসা করেছে। এর আগের কয়েকটি সিনেমার আয়ও খুব বেশি নয়। অভিনেতা বর্তমানে ব্যস্ত ‘কিংডম’ সিনেমা নিয়ে। গৌতম নাইডু তিন্নানুরি পরিচালিত সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।