spot_img

অর্থনীতি বিদ্যা শুরু করতে হয় মানুষকে দিয়ে, ব্যবসা দিয়ে নয়: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

নিজের স্বপ্নের মত বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নিয়ে রাখা বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় ড. ইউনূস বলেন, অর্থনীতি বিদ্যা শুরু করতে হয় মানুষকে দিয়ে, ব্যবসা দিয়ে নয়। সব মেনে গর্তের মধ্যে ঢুকে গেলে পরিবর্তন আসবে না। অর্থনীতির ভিত্তি হতে হবে মানুষ। আত্মনির্ভরশীলতা ও সামাজিক ব্যবসার ইতিবাচক অর্থনীতি গড়ে তুলতে হবে।

ড. ইউনূস বলেন, ইচ্ছে না থাকলে সবকিছু থাকা স্বত্বেও অভাব থেকে যায়। পানি আছে, জমি আছে, চাষও করা যায়- কিন্তু কেউ করেনি বলে আমরাও করি না। ফসল পেতে হলে কষ্ট করতে হয়। তিনি বলেন, ব্যবসা দিয়ে অর্থনীতির যে শুরুটা হলো সেটাই আমাকে ভুল পথে নিয়ে গেলো।

এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে। এর আগে বেলা ২টায় সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা!

ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ