spot_img

এআই নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই বরখাস্ত যুক্তরাষ্ট্রের কপিরাইট প্রধান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কপিরাইট অফিসের পরিচালক শিরা পার্লমাটারকে বরখাস্ত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো ও এনগ্যাজেট জানায়, কপিরাইট আইন ও জেনারেটিভ এআই বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পরেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি কপিরাইট অফিসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্য কপিরাইটসংশ্লিষ্ট লেখা ও ছবি ব্যবহারে উদ্বেগ রয়েছে। গত এক বছরে অফিসটির পক্ষ থেকে এআই ও কপিরাইট নিয়ে এটি ছিল তৃতীয় প্রতিবেদন। প্রতিবেদনের পরদিনই পার্লমাটারকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে এনগ্যাজেট।

কপিরাইট অফিস যুক্তরাষ্ট্রের কংগ্রেস লাইব্রেরির অধীনে পরিচালিত হয়। রেজিস্টার অফ কপিরাইটস হিসেবে শিরা পার্লমাটার দায়িত্ব পালন করছিলেন কংগ্রেস লাইব্রেরিয়ান কারলা হেইডেনের অধীনে। কারলা হেইডেনকেও বরখাস্ত করা হয়েছে সম্প্রতি, কারণ হিসেবে দেখানো হয়েছে তার ‘ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন’ কার্যক্রমে সংশ্লিষ্টতা।

প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে তৎপর ট্রাম্প প্রশাসন। এপ্রিলে হোয়াইট হাউস ফেডারেল সংস্থাগুলোকে নিজস্ব এআই কৌশল প্রণয়ন এবং ‘চিফ এআই অফিসার’ নিয়োগের নির্দেশ দেয়।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জো মোরেল পার্লমাটারের বরখাস্তের ঘটনাকে “নজিরবিহীন ক্ষমতা দখলের প্রচেষ্টা” হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটা নিছক কাকতাল নয় যে, ইলন মাস্ককে কপিরাইটসংশ্লিষ্ট তথ্য ব্যবহারে অনুমতি না দেওয়ার একদিন পরই বরখাস্ত করা হলো তাকে।”

সর্বশেষ সংবাদ

পাকিস্তানি অভিনয়শিল্পীদের নিয়ে বড় পদক্ষেপ ভারতের

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ