spot_img

টেকসই ও কার্যকরী হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপান রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

মানবিক করিডর যদি টেকসই ও কার্যকরী হয় তাহলে এই উদ্যোগকে ভালো বলেছেন জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি বলেন, জাতিসংঘের উদ্যোগের বিষয়ে পর্যবেক্ষণ করছে জাপান। তারা জাতিসংঘের পক্ষে।

মঙ্গলবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শিনইচি বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুদেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে। সফরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে এই সফরে।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের দ্বিতীয় ও ৩য় মেট্রোরেল লাইন করার বিষয়ে জাপানের আগ্রহ রয়েছে। আগামী ১৫ মে টোকিওতে বাংলাদেশ জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা যোগ দেবেন।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ