spot_img

চিকিৎসাসেবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ, জনবান্ধব ও কার্যকর করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি জানান, সম্প্রতি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের হুমকির মতো ঘটনাগা উদ্বেগজনক। এসব মোকাবেলায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে সিভিল সার্জনদের সমন্বয় জোরদার করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সিভিল সার্জনরা দেশের সবচেয়ে মেধাবী শ্রেণির মানুষ। তাদের প্রতিটি সিদ্ধান্ত মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে।”

চিকিৎসা খাতকে আরও কার্যকর করতে কিছু প্রস্তাবনাও দেন তিনি, যেমন:

* পোস্টমর্টেম সেবা থানা পর্যায়ে নিয়ে যাওয়া
* ধর্ষণ মামলায় মহিলা চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা
* গ্রামীণ ইন্টার্ন চিকিৎসকদের সম্মানী-ভাতা বৃদ্ধি

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জনগণ দ্রুত ও সহজে সেবা পাবে এবং দুর্ভোগ কমবে।

মাদকবিরোধী অভিযান ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের সক্রিয় ভূমিকা কামনা করে উপদেষ্টা বলেন, থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে পুনর্বাসন ও কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

তবে সরকারি চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ায় রোগীদের ভোগান্তি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, এবং পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানি অভিনয়শিল্পীদের নিয়ে বড় পদক্ষেপ ভারতের

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ